পরিচয় টা তাদের ৪ বছরের। কোনো লেখা যদি এভাবে শুরু করা হয় তাহলে অবশ্যই সেটা ইংগিত করে যে লেখাটা কোনো ছেলে এবং মেয়ে কে নিয়ে লিখা। হা হা হা আসলেও তাই। মেয়ে ছেলের ই কাহিনি। বৈশাখের দিনে চলন্ত কোনো রিক্সার কাহিনি........ সেই দিন অবধি ছেলেটি জানত তার ভালবাসার কখনো কোনো সার্টিফিকেট হবে না। এক কথায় বলা চলে বাপ মা ছাড়া ভালবাসা।ছেলেটা সেটা জেনে থাকলেই হত।কিন্তু সমস্যা হল মেয়েটি সেদিন ছেলেটির তিলে তিলে গড়া ভাবনাটিকে এক নিমিষেইই রোমান্টিক মুভির কায়দায় ভুল প্রমান করে দিল। কায়দা??? হুম বলতেসি....... রিক্সায় কিছু দূর যাওয়ার পর মেয়েটি ছেলেটিকে বলল, "দোস্ত তোর হাত টা একটু দেখি তো।" অতঃপর ছেলেটি তার হাত জুবুথুবু হয়ে থাকা হাতটি দেওয়ার পর মেয়েটি তার সাপেরে মত চিকন লম্বা আঙুলবিশিষ্ট হাত দিয়ে খপ করে বলল, "বি মাইন,দোস্ত" ছেলেটা অবাক হয়েছিল তবে আল্লাহ বাচাইসিল যে হুশ হারায় নাই। ছেলেটা রিক্সাওয়ালাকে বলল "মামা একটু ঘুইরা যাও তো"। তারপর মেয়েটিকে বলল "তোর হব,তাই না?? -হুম -সত্যি তুই বলতেসিস তো??? -কেন? আমার কথা বিশ্বাস হয় না নাকি আমাকে চাস না? কোনটা??? -না ন...
Believe in thinking,explore the dream,discover a creation and express