Skip to main content

Posts

Showing posts from February, 2021

কোনো একদিন

১৫ ফেব্রুয়ারি ২০১৫ কোনো এক টিভি চ্যানেলের সংবাদে.... : আজ ভোর ৬ টায় "ক"-স্থানে দুইটি লাশ পাওয়া গিয়েছে, এখনো লাশের কোনো পরিচয় বা ডিটেইলস পাওয়া যায় নি! পুলিশের তদন্ত চলছে, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে! তবে ধারনা করা হচ্ছে যে, এইটা এক ধরনের খুন এবং গতকাল রাতের এই দূর্ঘটনা হয়েছে!।।।।।। ১৪ ফেব্রুয়ারী ২০১৫, রাত ৯ টায়... রায়হান শ্রুতিকে প্রোপোজ করলো, এবং শ্রুতি খুশি হয়ে রায়হানের দেওয়া আংটি হাতে পরে জড়িয়ে ধরলো! আমি দূর থেকে তাদের দুজনকে দেখছি! চোখের পানি শুকিয়ে গিয়েছে, তাই চোখ শুকনা ছিলো কিন্তু হাত মুঠো করে নিজেকে শক্ত করে  ধরে রেখেছিলাম! তাদের দুজনের প্রথম চুম্বনের সাক্ষী হয়তো আমিও হলাম,  দৃশ্যটি দেখার জন্য আমি হয়তো প্রস্তুত ছিলাম না, কিন্তু দেখতে হলোই!  আমি নিজেকে ঐ স্থান থেকে সরিয়ে অন্য জায়গায় নিলাম! এইসময় একটা সিগারেট দরকার! সিগারেটের ধোয়ায় ভেসে উঠছিল আমার আর শ্রুতির সেই সকল দিনগুলো......  (৩ বছর পূর্বে) : শ্রুতি, পড়া শেষ তোর?  : হ্যা আপাতত শেষ!  পরীক্ষা কেমন হয় দেখা যাক!  : সেইটাই, hope for the best! : দোয়া করিস রে! বাট আজকের বিকেলের প্ল্যান হচ্ছে তো? :...